আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:০৭

চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার লাল ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

মৃতের নাম হুসাইন আলী। তার বয়স ১২। সে আলমডাঙ্গা উপজেলার কামালপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে লাল ব্রিজে ঘুরতে যায় হুসাইনসহ কয়েকজন কিশোর। এ সময় সেলফি তুলতে গেলে হঠাৎ খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তার লাশ উদ্ধার করে। পরে রেলওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ রানা জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত