আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৫২

চৌগাছা উপজেলা আ’লীগ সম্পাদক মাসুদ চৌধুরীর করোনা পজেটিভ।

চৌগাছা প্রতিনিধি: যশোরে চৌগাছা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়েনের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরীর দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব মিলেছে।

গত ১২ জুলাই চৌগাছা  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন নাহার লাকি সাংবাদিকদের জানান, চৌগাছায় নতুন করে আক্রান্তের নাম মেহেদি মাসুদ চৌধুরী। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান। তিনি হোমআইসোলেশনে রয়েছেন।

 

যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানান, শনিবার পর্যন্ত যশোর জেলায় ৯শ’ ৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন মোট ৪৮৭ জন। এছাড়া ১৫ জনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ