যশোরের সীমান্ত উপজেলা চৌগাছার পুড়াপাড়ার বিএনপি কর্মী শওকত হোসেন হত্যা মামলায় জামাল উদ্দিন সনু দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কবরিয়া আসামির জবানবন্দী গ্রহণ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক জামাল উদ্দিন সনু পুড়াপাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিন বিশ্বাসের ছেলে।
জামাল উদ্দিন সনু জানিয়েছেন, গত ২২ অক্টোবর দুপুরে পুড়াপাড়া গ্রামের মোল্যাপাড়ার নির্মাণাধীন রাস্তায় বালি ফেলা হচ্ছিল। এ সময় মিজানুর রহমানের সাথে কামালের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে কামাল ও তার লোকজন মিজানুর রহমানকে রড দিয়ে আঘাত করে। এ সংবাদ পেয়ে মিজানুর রহমানের ভাইপো ইউসুফ আলী বাড়ি থেকে পুরাতন টিউবওয়েলের হাতল নিয়ে এসে শওকত হোসেনের মাথায় আঘাত করে সটকে পড়েন। স্থানীয়রা শওকতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আহত শওকত হোসেন চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর মারা যান। এর আগে নিহত শওকতের চাচা মিজানুর রহমান হত্যাচেষ্টার অভিযোগে ৭ জনকে আসামি করে চৌগাছা থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রুপান্তর হয়।।
উল্লেখ্য, ঢাকা র্যাব-২ এর সহযোগিতায় কেরানীগঞ্জের দক্ষিণপাড়া থেকে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।