আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪০

চৌগাছায় আলোচিত সেই সভাপতির পদ স্থগিত – উপজেলা আ.লীগের সম্পাদকের ফেসবুকে পোস্ট 

খানজাহান আলী নিউজঃ যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি পদে আলোচিত মাদক সম্রাটের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ।
এরপর বিভিন্ন মাধ্যমে জানা যায়, নির্বাচিত সভাপতি  শফিকুল ইসলাম নামে এক কুখ্যাত মাদক সম্রাট। সে যশোর পুলিশের তালিকাভুক্ত ও পুরস্কার ঘোষিত কুখ্যাত মাদক সম্রাট।
“যদিও বিষয়টি এখন অস্বীকার করছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের দাবি, জীবন বৃত্তান্ত গোপন রেখে করেছিলেন শফিকুল ইসলাম”
এরপর বিষয়টি ফেসবুক ও বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে উপজেলা আওয়ামী লীগের নজরে আসে এরপর কয়েকঘন্টা পার হতে না হতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীর ফেসবুকের আইডিতে পোস্টের মাধ্যমে জানা যায়, নব্য কমিটির সভাপতি পদ স্থগিত করা হয়েছে। তার পোস্টে লেখা ” জীবন বৃত্তান্তে তথ্য গোপন করায়, ধুলিয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত সভাপতি পদ স্থগিত করা হলো”
এই বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানকে একাধিক বার ফোন দিলেও ফোনটি রিসিভ হয়নি।

আরো সংবাদ