আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:৫৯

ছুরিকাঘাত করে ছিনতায় চেস্টা ২ জন আটক।

যশোরে হানিফ হোসেন আরজু নামে এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করে মোবাইল ফোনসেট কেড়ে নেয়ার চেষ্টাকালে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

আরজু সদর উপজেলার ভগবতীতলা গ্রামের কাজী আতিয়ার রহমানের ছেলে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বেলা ১২টার দিকে শহরের এইচএমএম রোডে। এই ঘটনায় তিনজনের নামে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

আটকরা হলেন, চোপদারপাড়া আকবরের মোড়ের রাকিব হোসেন , ঘোপ জেল রোডের মাসুম হোসেন । আর পলাতক আসামি হলো খড়কী ধোপাপাড়র নাদিম ওরফে সবুজ ইসলাম (২০)।

কলেজ ছাত্র আরজুর মা সেলিনা বেগম এজাহারে উল্লেখ করেছেন, তার ছেলে যশোর টেকনিক্যাল কলেজের একদাশ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার বেলা ১২টার দিকে সে বাড়ি থেকে বের হয়। বিকেল ৩টার দিকে শহরের এইচএমএম রোডে পৌছালে ওই তিন আসামি চাকু ঠেকিয়ে তার কাছে বলে যা আছে বরে করে দেয়। সে সময় আরজু দিকে অস্বীকার করলে আসামিরা তাকে ছুরিকঘাত করে মোবাইল ফোনসেট কেড়ে নেয়। আরজু চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালানো চেষ্টা করে। কিন্তু লোকজন রাকিব ও মাসুমকে আটক করে। কিন্তু নাদিম কৌশলে পালিয়ে যায়। পরে আরজুকে দ্রæত যশোর জোনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানিয়েছেন, আটক রাকিবের বিরুদ্ধে কোতয়ালি থানায় আগেই দুটি মামলা এবং মাসুদের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে। আটক দুইজনকে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ