আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১০:০৪

জাকির নায়েকের বিরুদ্ধে পেনাং-এর উপ মূখ্যমন্ত্রী অভিযোগ দায়ের

মালয়েশিয়ায় স্থায়ী নাগরিকত্ব পাওয়া আলোচিত ভারতীয় মুসলিম বক্তা ড. জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালয়েশিয়ার পেনাং রাজ্যের  উপ-মূখ্যমন্ত্রী পি. রামসামি। মালয়েশিয়ার অবস্থানরত বিতর্কিত এ বক্তার কাছ থেকে দ্বিতীয় দফা আইনি নোটিশ পাবার পর তিনি এ অভিযোগ দায়ের করেন।

পেনাং-এর এ আইনপ্রণেতা জানিয়েছেন, তিনি ড. জাকিরকে আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও পুলিশে রিপোর্ট দায়ের করছেন। রামসামির আইনজীবী মুরেলি নবরত্নম তার পক্ষে নোটিশের জবাব দেবেন। আদালতেই জাকির নায়েকের মুখোমুখি হবেন। আর তিনি সিদ্ধান্তে অনড়।

এর আগে, ইন্ডিয়া টুডের সাথে এক সাক্ষাতকারে রাসমামি জাকির নায়েকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন অভিযোগ এনে রাসমামির কাছে আইনি নোটিশ পাঠান জাকির নায়েক।

ড. জাকির তার পাঠানো নোটিশে উল্লেখ করেছেন যে, রামসামির যে সাক্ষাতকার ইউটিউবে আপলোড করা হয়েছে, সেখানে ব্যক্তিগত লাভের আশায় ইসলামী শিক্ষা প্রচারে নিযুক্ত জাকির নায়েক বলে উল্লেখ করেছেন।

আরো সংবাদ