আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৬

“জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে” – শাহারুল ইসলাম

মোঃ মহিউদ্দিন সানি (যশোর থেকে)।। যশোর সদর উপজেলার ফতেপুর ও চাঁচড়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর বহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে স্ব স্ব ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবী জানান। বক্তারা বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
২৫ আগস্ট বুধবার বিকেলে পর্যায়ক্রমে ফতেপুরের সন্যাসী বটতলা, হামিদপুর বাজার ও পরে চাঁচড়া ইউনিয়নের নতুনহাট বাজারে শোক দিবসের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে ফতেপুর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিন, সহ সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, ইউপি সদস্য মোঃ তবিবর রহমান, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, সাবেক যুবলীগের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন, সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম উপস্থিত ছিলেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু।

ওদিকে চাঁচড়া ইউনিয়নে গণভোজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির পিকুল, জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফুল, যুগ্ম আহ্বায়ক শামীম রেজা প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত