আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৪৮

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দেয়াড়া ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মহিউদ্দিন সানি, যশোর থেকে।। ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে সোমবার (৯ আগষ্ট) বিকেলে দেয়াড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলীর সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম।

এসময় বক্তারা মাসব্যাপি ইউনিয়নের সকল মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করার আহবান জানান। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে গণভোজের বিকল্প হিসেবে সকল হতদরিদ্র ও কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ১৫ আগস্ট এর সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুরোধ জানান।

বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোপাল সরকার, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ বিশ্বাস,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য ইউনুস আলী, সাধারণ সম্পাদক আহাদ আলী,
৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মতলেব বিশ্বাস, সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন,
৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আসমত আলী, সাধারণ সম্পাদক রিপন হোসেন,
৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মাস্টার রওশন আলী, সাধারণ সম্পাদক রাহাজ্জান আলী,
৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডাঃ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক শাহীন হোসেন,
৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক আশাদুল রাজ, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম মানিকসহ প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত