আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:১৬

জুতা স্যান্ডেল পরেই শহীদ বেদিতে!

স্টাফ রিপোর্টার।। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

 শ্রদ্ধা নিবেদন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর পরই শহীদ মিনারে সর্বস্তরের হাজারো মানুষের ঢল নামে। এর পরপরই যে যেভাবে পেরেছেন, ফুল দিয়েছেন শহীদ বেদীতে।

এসময় অনেকে জুতা-স্যান্ডেল পরেই উঠে যান শহীদ মিনারে। কেউ কেউ ফুল দেয়া শেষে ফুলের তোড়া নিয়েও চলে যান। কিছু কিশোরকে ফুল চুরি করে নিয়ে যেতেও দেখা যায়।

এ ব্যাপারে গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি বলেন, নিজ নিজ দায়িত্বে জুতা খুলে শহীদ বেদীতে প্রবেশ করা উচিৎ যেহুতু অনেকেই দায়িত্ব পালন করছে না সেক্ষেত্রে আগামী বছর থেকে শহীদ মিনারের মূল বেদীতে কেউ যেন জুতা-স্যান্ডেল নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য টঙ্গী থানা সেচ্ছাসেবকলীগের সকল নেতাকর্মী কাজ করবে।

আরো সংবাদ