আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১১:৩০

ঝিকরগাছায় আন্তঃজেলা তৈল চুরির ২ সদস্য আটক

নয়ন সরদার : যশোরের ঝিকরগাছা স্থানীয় জনগণের সহযোগীতায় আন্তঃ জেলা তৈল চুরির ২ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে

উপজেলার কৃর্ত্তিপুর নাজমুলের ট্রাক টার্মিনাল থেকে কাভার্ড ভ্যানের তেলের ট্যাংকের তালা ভেঙ্গে কৌশলে পাইপ দ্বারা তেল চুরি করাকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামীরা হলো সাং- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিরা গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে লিটন হাওলাদার (২৪) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আলহাজ্ব মোড় রিফিউজি ক্যাম্প এলাকার আজিজুল হক বাচ্চুর ছেলে জহিরুল হক লিটন (৩২)।

এসময় আকট আসামীদের কাছ থেকে ৫০ লিটার ডিজেল ও তৈল রাখার ০৯ টি ড্রাম, ০২ টি পাইপ এবং চোরাই তৈল বহনের কাজে ব্যবহৃত পি-কাপ গাড়ী উদ্ধার করে জব্দ করে পুলিশ।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, থানা এলাকায় রাত্রীকালীন জরুরী ডিউটি করার সময়ে এস.আই (নিঃ) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ হাতেনাতে তাদেরকে আটক করে।

আসামীদ্বয়ের বিরুদ্ধে ঝিকরগাছা থানার ৩৭৯/৪১১ ধারায় মামলা হয়েছে যার নং-১৮। বৃহস্পতিবার সকালে আসামীদেরকে যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

আরো সংবাদ