আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৭

ঝিকরগাছায় গৃহবধূর লাশ উদ্ধার

যশোরের ঝিকরগাছায় লেবু বাগান থেকে সকিনা খাতুন ওরফে সখী (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬মে) সকাল ৯টার দিকে উপজেলার তালশারি গ্রামের আব্দুর সত্তারের লেবু বাগান থেকে লাশটি উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।

সকিনা খাতুন একই উপজেলার শোনাকূড় গ্রামের তরকারি বিক্রেতা নুরান উদ্দীন (৫০) এর স্ত্রী। সকিনা খাতুনের সাথে নূরাব আলীর গত ২৫ বছর আগে বিবাহ হয়। তাদের ঘরে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

গৃহবধূর শশুর বাড়ীর লোকজনের অভিযোগ, গতকাল রোববার সন্ধ্যায় সকিনা খাতুন মনিরামপুর পাচপোতা গ্রামে বাবার বাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হোন। এরপর থেকেই সকিনার শশুর বাড়ী এবং বাবার বাড়ি থেকে তার কোন সন্ধান পাচ্ছিলেন না। অতপর সোমবার সকালে তালশারি গ্রামে আব্দুর সাত্তারের লেবু বাগানে ওই গৃহবধূ সকিনা খাতুনের মরদেহ দেখতে পান স্থানীয় চাষীরা। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত