আজ - বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৩:৫৬

ঝিনাইদহ সীমান্তে ৬ কোটি টাকার সোনা উদ্ধার আটক -২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম ওজনের ৪৬ সোনার বারসহ দু’জন সোনা পাচারকারীকে আটক করেছে মহেশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার বিকেলে উদ্ধারকৃত এ সোনার বর্তমান বাজারমূল্য ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার টাকা। আটককৃতরা হলো, মহেশপুর উপজেলার জিন্নানগর রায়পাড়া গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে দুলাল (৫৩) এবং একই গ্রামের মৃত রজম আলীর ছেলে আব্দুল কাদের (৬০)।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সোমবার বিকেলে বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবির) জানতে পারে, মহেশপুর উপজেলার সামন্তা সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এ তথ্যের ভিত্তিতে সামন্তা বিওপির একটি বিশেষ টহলদল রায়পুর গ্রামের আলতাফ হোসেনের ধান ক্ষেতের মধ্যে অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৫ টার দিকে দুই ব্যক্তি হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে বিজিবির সদস্যরা। পরে তাদের দেহ তল্লাশী করে একজনের কোমরের মধ্যে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় ৪৬ সোনার বার উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, আটককৃতদের মহেশপুর থানায় সোপার্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত