আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:০৫

ঝিনাইদহে ধর্ষণের প্রধান আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

ঝিনাইদহে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলার খাজুরা জোয়ার্দ্দার পাড়া এলাকা থেকে গ্রেফতার বাদশা হোসেন (৩১) খাজুরা এলাকার প্রয়াত মন্তেজ হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গণধর্ষণ মামলার প্রধান আসামি বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালায় পুলিশ।

তিনি জানান, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে বাদশা পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় বাদশার কাছ থেকে একটি বড় ধারালো ছোরা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ঈদের দিন সন্ধ্যায় শহরের একটি স্কুলের ৭ম শ্রেণিরিএক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির পালিত বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। 

আরো সংবাদ