আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:১৯

ঝিনাইদহে ১৪ কেজি রূপাসহ আটক- ১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে রুপা পাচারের সময় ১৪ কেজি ৫’শ রুপাসহ আব্দুর রশিদ (২৮) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দুপুরে ঝিনাইদহ- চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ফুলবাড়ী মালিথাপাড়ার জামাত আলীর ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপা পাচারের খবর পেয়ে ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল।

এসময় সন্দেহ হলে মোটর সাইকেল যোগে দর্শনা থেকে ফরিদপুরগামী আব্দুর রশিদের গতিরোধ করে তল্লাসী করা হয়। তল্লাশীকালে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৪ কেজি ৫’শ গ্রাম রূপা। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত