আজ - সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:২৪

টিএসআই রফিকের বিরুদ্ধে জোর করে দোকাল লিখে নেওয়ার অভিযোগে মামলা।

যশোর সদর পুলিশ ফাঁড়ির সাবেক টিএসআই রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে দোকানঘর দলিল করে নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার যশোর শহরের আরএন রোডের হায়দার সুলতানের স্ত্রী আজিজা পারভীন বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগটি এজাহার হিসেবে গ্রহন করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালের ২৩ এপ্রিল বেলা ১১টার দিকে আসামি টিএসআই রফিক তার বাড়িতে যেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তার স্বামীর কাছ থেকে তিনটি স্টাম্পে স্বাক্ষর করে নিয়ে যায়। ১০ মে বিকেলে টিএসআই রফিক জোর করে আরও তিনটি স্টাম্পে স্বাক্ষর করে নেয়। স্টাম্পে বাণিজ্যিক দোকান ঘরের পজিশন বিক্রিসহ দোকান ঘরের ভাড়া চুক্তিনামা। একই কায়দায় টিএসআই রফিক ১১ জুলাই সকালে আসামি আরও তিনটি স্টাম্পে স্বাক্ষর করে নেয়। এ ঘটনা কাউকে জানালে তিনি হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। আসামি প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা যায়নি। বর্তমানে পরিবেশ অনকুলে আশায় তিনি আদালতে এ মামলা করেছেন। বিচারক কোতোয়ালি থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত