আজ - বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:০১

ট্রাফিক পুলিশ কে জুতা পেটা করা সেই দুই নারী আটক।

কুষ্টিয়া শহরে পুলিশের ট্রাফিক সদস্য নাজমুল হোসেনকে মারধর করার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, এদিন বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ট্রেনের সিগন্যাল পড়ছিল, তবে সিগন্যাল উপেক্ষা করে ওই দুই নারী জোরপূর্বক যানবাহন চলাচল করতে চেয়েছিলেন। এসময় ট্রাফিক পুলিশ সদস্য নাজমুল হোসেন তাদের বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই নারী পুলিশ সদস্যকে চড়থাপ্পড় মারেন। ঘটনাটি ক্যামেরায় ধারণ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং উক্ত দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া নারীরা হলেন- কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী সোহনা ইসলাম এবং হাউজিং বি ব্লক এলাকার রিপন হোসেনের স্ত্রী শান্তা খাতুন।

অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, সিগন্যাল উপেক্ষা করে গাড়ি চালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে ওই দুই নারী পথচারী ঘুরে এসে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে জুতা দিয়ে পেটান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের সরিয়ে দেন।

এ ঘটনায় পুলিশ এখনো তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

আরো সংবাদ