আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:৩০

ট্রেনে কাটা পড়ে মৃত্যু,বোনের বাড়ি যাওয়া হলো না

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে অমল চন্দ্র রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  গতকাল শনিবার (২০ মার্চ) দিনগত রাত ৯টার দিকে জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাত নগর রেলস্টেশনের অদূরে জাকিরগঞ্জ সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

অমল চন্দ্র রায় সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মহুবর শাহ (কাঞ্চনপাড়া) গ্রামের মৃত লালচান চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অমল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জেলা সদরের সোনারায় ইউয়িনের চিলাতিপাড়া গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন।পথে খয়রাত নগর রেলস্টেশনের অদূরে রেলক্রসিং পার হওয়ার সময় নীলফামারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ অমল ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত