আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৯:২৪

ট্রেনের চরম শিডিউল বিপর্যয়

ঈদের ট্রেনের শিডিউলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। আগের দিন রাতের ট্রেন ছেড়েছে পরেরদিন সকালে। সকালের ট্রেন ছাড়ছে বিকেলে। সময় সূচিতে এমন বিপর্যয়ের কারণে ঈদে ঘরমুখো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা কমলাপুর ও বিমান রেল স্টেশনে কাটাতে হচ্ছে। উত্তর ও দক্ষিণ-পশ্চিমের ট্রেনের শিডিউলে বিপর্যয় হলেও চট্টগ্রাম ও সিলেট রুটের ট্রেন ছাড়ছে এক থেকে তিনঘণ্টা দেরিতে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় রাজশাহীগামী পদ্মা একপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু এটি ঢাকাতেই আসে শনিবার সকাল দশটার পর। এ ট্রেনটির যাত্রীদের নির্ঘুম রাত কেটেছে কমলাপুর স্টেশনে।

স্টেশনে আসামাত্রই চলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনটিতে উঠার প্রতিযোগিতা।

শুধু পদ্মা এক্সপ্রেসই নয়, রাজশাহী, রংপুর, লালমনিরহাট, খুলনা, পঞ্চগড়সহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমের সকল ট্রেনের সূচিতে ছিলো বড় বিপর্যয়। এসব অঞ্চলের ট্রেন নির্ধারিত সময়ের আট থেকে ষোল ঘণ্টা দেরিতে ছেড়ে যাচ্ছে। তবে চট্টগ্রাম, নোয়াখালী ও সিলেটগামী ট্রেন ছেড়েছে এক থেকে তিনঘণ্টা দেরিতে।

কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, শুক্রবার টাঙ্গাইলে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণেই শিডিউল বিপর্যয়।

শনিবার ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে দূরপাল্লার কয়েকটি ট্রেনের যাত্রাও ঈদের আগের দিন অনিশ্চিত হয়ে পড়েছে।

আরো সংবাদ