আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পন্যবাহী ট্রাকের কর্মীরা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভোর থেকেই সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বর্তমানে তা কমে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

জানা গেছে, সিরাজগঞ্জের নলকা ব্রিজের সংস্কারের কাজ চলমান থাকায় তীব্র এ যানজটের সৃষ্টি হয়েছে। 

সেতু কর্তৃপক্ষ বলছে- পশ্চিম প্রান্তে ব্রিজ ও সড়কের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েকদিন ধরেই পশ্চিম প্রান্তে যানজটের সৃষ্টি হচ্ছিল। আজ ভোর রাত থেকে সেই যানজট সেতু পূর্ব প্রান্তের টোলপ্লাজা পর্যন্ত পৌঁছে গেলে সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার সম্ভব না হওয়ায় ভোর সাড়ে চারটা থেকে টোল আদায় বন্ধ রাখতে হয়। এর ফলে পূর্ব প্রান্তে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে এখন টোল আদায় চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত