কুরবানির ঈদকে সামনে রেখে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকসহ যানবাহনের চাপ বেড়েছে। দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে আসা পশুবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের সারি তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে।
মঙ্গলবার রাতে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আছে কয়েকশ যানবাহন। তবে গরু, কাঁচামালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসকে আগে পারাপার করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।দুর্ভোগ কমাতে ঘাট এলাকায় ভিআইপি সুবিধা বাতিল, গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।এদিকে, দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি আরটিভি অনলাইনকে জানান, যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি কুরবানির পশুবাহী ট্রাক আসতে শুরু করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে।