বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৯ অক্টোবর) মিরপুর, উত্তরা ও তেজগাঁও এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২৩ নারীকে উদ্ধার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র্যাব-৪-এর একাধিক দল তাদের উদ্ধার করে।