আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৫

তবে কি মার্চেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না?

আগামী মার্চ মাসেও হয়তো স্কুল-কলেজ বন্ধ রাখা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩০ জানুয়ারি) এইচ এসসির ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা আশা করছি হয়তো আগামী মার্চ-এপ্রিল…মার্চ মাসটা আমরা দেখব, কারণ আমাদের দেশে মার্চ মাসেই ব্যাপকহারে করোনাভাইরাস শুরু হয়েছিল”।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠান খোলার যে প্রস্তুতি, তা আবারও পিছে গেল।

এর আগে স্কুল কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়েছিল, ৪ ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যেকোনো মুহূর্তে খুলে দেওয়া যেতে পারে।

সংসদে গেজেট উপস্থাপন ও গাইডলাইন প্রকাশকালে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, তারা ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চে স্কুল খুলতে চান।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। সেখানে বলা হয়, “শিক্ষামন্ত্রী দীপু মনি সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে আলোচনা করে ছু‌টি বাড়া‌নোর সিদ্ধান্তের কথা জানান। ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।”

কিন্তু একদিন পরেই শনিবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, এই ফেব্রুয়ারি মাস নজরে রাখব। যদি ফেব্রুয়ারিতে ভালো থাকে পরবর্তীতে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা আছে।

“এজন্য দরকার সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা ও করোনাভাইরাস মোকাবেলায় যা যা ব্যবস্থা আছে তা গ্রহণ করা। আর ভ্যাকসিন তো সবাই পেয়ে যাবেন,” বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত