আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৯:০২

‘তারেক রহমানের ফাঁসির দাবিতে আপিল করা হবে: ওবায়দুল কাদের

তোফায়েল আহমেদ: একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় খালেদা জিয়ারও বিচার হওয়া উচিত বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, তারেক রহমানের ফাঁসির সাজা চেয়ে উচ্চ আদালতে আপিল করা হবে। অন্যদিকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, এ মামলার রায় দ্রুত কার্যকরে সর্বাত্মক চেষ্টা করবে সরকার।

প্রধানমন্ত্রীর পদ্মা সেতুর কার্যক্রম পরিদর্শনের প্রস্তুতির তদারকিতে শুক্রবার শরীয়তপুরের নাওডোবায় যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে ২১ আগস্ট হামলা মামলার রায় নিয়ে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া এ হামলার দায় এড়াতে পারেন না। সে হিসেবে তারও বিচার হওয়া উচিত।

রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনে অংশ নেয়ার অধিকার রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলটিকে নির্বাচনে আনতে কোনো উদ্যোগ নেবে না আওয়ামী লীগ।

এদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের গণসংযোগে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচারিক আদালতের রায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব।

কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, এ রায়ের মধ্য দিয়ে বিএনপি আবারো প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন।

এ রায়ের পর বিএনপির রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না বলেও মন্তব্য করেন হানিফ।

আরো সংবাদ