আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৫:২০

তালেবান কোন সন্ত্রাসী গোষ্ঠী নই : হোয়াইট হাউস।

আফগানিস্তানের তালেবানকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে না যুক্তরাষ্ট্র। 

শুক্রবার বার্তা সংস্থা পিটিআই জানায়, গত বুধবার সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি এরিক শুলজ।

তালেবান নেতা মোল্লা ওমর


হোয়াইট হাউসের এই কর্মকর্তা বলেন, ‘তালেবানরা সশস্ত্র বিদ্রোহী। আর আইএস (ইসলামিক স্টেট) একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাই আমরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে ছাড় দিতে পারি না।’

তালেবান


এই মন্তব্যের পর শুলজের কাছে এক সাংবাদিক জানতে চান, তালেবান সন্ত্রাসী গোষ্ঠী কি না।
জবাবে হোয়াইট হাউসের এই ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, ‘আমি তালেবানদের সন্ত্রাসী গোষ্ঠী মনে করি না। তারা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী।’
তবে আফগান তালেবানের দুই মিত্র তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত