আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৩:০৬

দরজা লাগিয়ে ঘরে আগুন,আহত মেম্বর তালিমুলের মৃত্যু।

যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁনকে (৪০) বাঁচানো যায়নি। বাইরে থেকে ঘরে দরজা আটকে প্রতিপক্ষরা তার ঘরে অগ্নিসংযোগ কররে দগ্ধ হন তালিমুল ইসলাম খাঁন, তার স্ত্রী ও শিশুপুত্র। তাদের উদ্ধার করতে গেয়ে দগ্ধ হন মেম্বারের আরেক সহোদর।

সোমবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, গত ১৫ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ইউপি সদস্য তালিমুলের ঘরের দরজা বাইরে থেকে আটকে রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই সেই আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পড়ে। তখন ইউপি সদস্য তালিমুল ও পরিবারের সদস্যদের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এ সময় তালিমুলের ছোট ভাই ওবায়দুল খাঁন (৩৪) তাদের বাঁচাতে গিয়ে দগ্ধ হন। এ ছাড়া তালিমুল, তার স্ত্রী ও এক শিশু সন্তানও অগ্নিদগ্ধ হন। পরবর্তীতে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে দগ্ধদের উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে, পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় সোমবার রাত ১২টার দিকে ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন মারা যান।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম কামাল হোসেন ভূঁইয়া বলেন, গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত