আজ - বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - ভোর ৫:১৪

দিনাজপুরে ট্রাক চাপায় প্রান গেলো পুলিশ সদস্যের।

দিনাজপুরের কাহারোল উপজেলায় বাসচাপায় আব্দুল করিম নামে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার ১০ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টা ৪০ মিনিটে বীরগঞ্জ থেকে দিনাজপুর যাওয়ার পথে ১০ মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসচাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল করিম মারা যান।

কাহারোল ওসি) রুহুল আমীন জানান, নিহত আব্দুল করিমের লাশ দিনাজপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল করিমের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়। তিনি দিনাজপুর সদরে কর্মরত ছিলেন।

আরো সংবাদ