আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪৬

দিনাজপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

দিনাজপুরের হিলিতে ব্যাডমিন্টন খেলতে গিয়ে নয়ন হোসেন (১৫) নামে এক কিশোর মারা গেছে। সে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানা গেছে।

আজ বুধবার, ৩০ ডিসেম্বর রাতে হিলির খট্টামাধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন হোসেন ওই এলাকার প্রয়াত রিয়াজ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি বিদালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বন্ধুদের নিয়ে বাড়ির পাশের মাঠে ব্যাডমিন্টন খেলতে যায় নয়ন হোসেন। এ সময় বাল্ব জ্বালানোর জন্য মেইন লাইনের সঙ্গে তারের সংযোগ দিতে যান নয়ন হোসেন। সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত ১১ হাজার ভোল্টের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যান।

কিছুদিন আগে নয়নের বাবা মারা গেছেন। ফলে একমাত্র সন্তানকে হারিয়ে মা রহিমা এখন পাগলপ্রায়

আরো সংবাদ