আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৩৮

প্রটোকল বিহীন বাংলাদেশ ছাত্রলীগ!

রাজনীতির সংবাদ :: দীর্ঘ দিনের প্রোটকল প্রথা ভেঙে ঢাকার রাস্তায় অত্যন্ত সাদামাটা অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ।

নেই কোন প্রটোকল, ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয় মোটরসাইকেল ড্রাইভিং করছেন পিছনে বসে আছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। এমন দৃশ্য মন ছুয়ে নিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীদের। বাংলাদেশ ছাত্রলীগের দুই শীর্ষ নেতার জীবন যাপনে নেই কোন আভিজাত্যের ছোয়া,আগের শীর্ষ নেতাদের জীবন যাপনে যেই জৌলুশ ছিল তার কিছুই নাই জয় ও লেখকের মাঝে।

এখন আর নেতার পিছনে দিন রাত বাইক প্রোটকল দিতে হয় না সাধারণ কর্মীদের। সময় মতো পড়াশোনা এবং নির্দিষ্ট সময়ে রাজনীতির একটা নতুন রুটিন এনে দিয়েছেন আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্য। এতে করে উজ্জীবিত ছাত্রলীগের নেতা কর্মীরা। ইতিবাচক ছাত্রলীগ রাজনীতি ফিরে এসেছে বলে মন্তব্য করেন অনেকে।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু বলেন, আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার চাওয়াকে প্রাধান্য দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখছেন তারা আগের মতোই স্বাভাবিক জীবন যাপন করছে।সাধারণ শিক্ষার্থীদের সাথে হলে থেকে নেতৃত্ব চালিয়ে যাচ্ছে। এর আগে অনেকে মুখে কথার ফুলঝুরি থাকলে কাজে অগ্রগতি ছিল কম, তবে সেক্ষেত্রে জয়-লেখন অনেক এগিয়ে।

বাংলাদেশ ছাত্রলীগের বহুল আলোচিত সিন্ডিকেট ভাঙতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ,ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন ছাত্রলীগের কমিটি বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ঘোষণা করেন, ২০১৮ সালের ৩১ আগষ্ট। শোভন কে সভাপতি এবং গোলাম রাব্বানী কে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। কিন্তু শোভন – রাব্বানীর চরম ব্যার্থতায় ক্ষুব্ধ হয়ে যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা দুই শীর্ষ নেতাকে বাদ দেওয়ার কথা বলেন। এ সময় তিনি তাঁদের পদত্যাগ করার নির্দেশ দেন। পাশাপাশি আল নাহিয়ান খান ও লেখক ভট্টাচার্যকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত দেন।

১৪ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে, শোভন -রাব্বানীর পদ-ত্যাগের পর বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতি আল-নাহিয়ান খান জয় কে ভারপ্রাপ্ত সভাপতি ও ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, কোন রকম প্রটোকল ছাড়া চলাচল করেন ছাত্রলীগের এই দুই শীর্ষ নেতা।
সাধারণ শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকেন বাংলাদেশ ছাত্রলীগের দুই শীর্ষ নেতা।

আরো সংবাদ