আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৯:০৬

দীর্ঘ বছরের পুরনো মসজিদ সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

 

রাজশাহী জেলার , দুর্গাপুর থানা, কিশমত মাড়িয়া গ্রামে এক পুরনো ঐতিহাসিক মসজিদ।

যা সংস্কারের অভাবে বিলুপ্তের পথে প্রায়। এই মসজিদটি দীর্ঘ বছর ধরে কিশমত মাড়িয়া গ্রামের ঐতিহাসিক হিসেবে পরিচিত।

দুর দুরান্ত থেকে মানুষ এসে পদরশন করেন।আজ পর্যন্ত কেউ সঠিক ভাবে বলতে পারেন নি মসজিদটি ঠিক কতদিন দিন আগে নির্মাণ করা হয়ছে।

স্থানীয় মানুষের সুএে জানা যায় এ মসজিদ কোনো মানুষ তৈরি করেন নি।তৈরি করেছেন জিনে।

আবার কেউ কেউ বলেন আদিম রাজাদের মন্দির ছিলো। পরে এটাকে মসজিদের মর্যাদা দেওয়া হয়।

এই মসজিদে এখন নামাজ পড়ার যোগ্য হয়েছে।কিন্তু কিছু কিছু জায়গা ভেঙে গেছে। কোনো সংস্কাে করা হয়নি।

আরো সংবাদ