আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৯

দুলাভাইয়ের গাড়িতে ঘুরতে বেরিয়ে দুই যুবকের মৃত্যু

দুলাভাইয়ের প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়ে মুন্সীগঞ্জে জিসান ও ফাহিম নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার উত্তর চরমুশুরা গ্রামের মানিক মিয়ার জামাই তার ব্যক্তিগত প্রাইভেটকার নিয়ে শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। পরে মানিক মিয়ার ছেলে জিসান দুলাভাইয়ের গাড়ি নিয়ে শুক্রবার গভীর রাতে তার দুই বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। রাত সাড়ে তিনটার দিকে তিন বন্ধু টঙ্গিবাড়ী উপজেলার পুরাবাজার হয়ে দিঘীরপাড় বাজার এলাকায় যাওয়ার পথে নির্মাণাধীন ব্রিজের গোড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়।

পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে জিসান (১৯) ও ফাহিমকে (১৯) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত ফাহিম একই গ্রামের স্বর্গতুল্যার ছেলে।

এ ঘটনায় অপর আহত বন্ধু জাহিদ হাসান (১৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত