আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ১:৫২

দেশের বিভিন্নস্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

স্টাফ রিপোর্টার।। গাজীপুরসহ সারা বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন সংবাদকর্মীরা। এসময় হয়রানিমূলক ও মিথ্যা মামলার জোরালো প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা।

কিছুদিন আগে গাজীপুরের টঙ্গীতে এক সংবাদ প্রকাশের জেরে অন্য দিগন্ত পত্রিকার প্রতিনিধি সৈয়দ রোকসানা পারভীন রুবির উপরে অতর্কিত হামলা করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করেন। অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা আইনের মিথ্যা মামলা দিয়ে দৈনিক যোগফল ও দৈনিক মুক্ত বলাকার তিন সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ।

এসময় উপস্থিত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে সাংবাদিকরা তাদের জীবন বাজি রেখে, জনগণের মাঝে সংবাদ পরিবেশন করে যাচ্ছে,তারপরেও প্রতিনিয়ত’ই সাংবাদিকদরা সন্ত্রাসী হামলা ও ডিজিটাল আইনে মিথ্যা মামলার শিকার হতে হচ্ছে ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত