আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩১

দেয়াড়ায় আনিছ কে বারবার দরকার : শাহীন চাকলাদার।

দেয়াড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছ কে দেয়াড়া ইউনিয়নে বারবার দরকার । যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথীর বক্তব্যে এ মন্তব্য করেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার। এ সময় দেয়াড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের কথা উল্ল্যেখ করে তাঁর প্রয়োজনীয়তার কথা বলেন শাহীন চাকলাদার।

এ ছাড়াও দেশব্যাপী চলমান গুজব ও এডিস মশা ইস্যুতে কথা বলেন তিঁনি, এডিস মশা ইস্যুতে শাহীন চাকালাদার বলেন এই সংকট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে একটি মহল ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অসংলগ্ন কথা বলে সরকার কে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি ইউনিয়ন বাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

শাহীন চাকলাদার আরোও বলেন, ‘জনগণ সচেতন হলে যে কোন ধরনের গুজব প্রতিরোধ সম্ভব। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত দরকার এবং ছেলেধরা সন্দেহে অহেতুক মানুষকে পিটিয়ে মারার মত সমস্যা কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই দূর করা সম্ভব। এছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহসহ বিভিন্ন সমস্যা প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই।’ ছেলেধরা সন্দেহে গনপিটুনি রোধ ও পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা এবং রক্ত লাগবে এমন গুজব প্রতিহত করতে হবে আপনাদেরকেই। ‘সমাজের সচেতন নাগরিক সমাজকে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে আসতে হবে ও কাজ করতে হবে। সমাজের একটি কুচক্রীমহল দেশের উন্নতি সহ্য করতে না পেরে গুজব ছড়িয়ে পদ্মা সেতুর উন্নয়নসহ সরকারের অর্জন বিনষ্ট করার অপচেষ্টা করছে। এ ব্যাপারে সমাজের সকল স্তরের মানুষকে সতর্ক থাকার জন্য আহবান জানান তিনি।’

দেয়াড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির সভাপতিত্বে ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, উপ- প্রচার সম্পাদক নিয়ামুল হাসান হ্যাপি, জেলা আওয়ামীলীগের সদস্য সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহাদৎ হোসেন, দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, দেয়াড়া ইউপি যুবলীগের সভাপতি জুয়েল, দেয়াড়া ইউপি ছাত্রলীগের আহবায়ক মানিক

এছাড়া অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম, শহর আওয়ামীলীগ নেতা ইউসুফ সাহিদ, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হাসান মিলন, জেলা তরুণ লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ হাসান লাইফ ও দেয়াড়া ইউপি সদস্য সেলিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এসএম নিয়ামত উল্ল্যাহ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মুমেল হোসেন সহ দেয়াড়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ ।

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ