আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৪:০৪

দেয়াড়ায় চেয়ারম্যান আনিছুর রহমানের মাস্ক বিতরণ- স্যানিটাইজার স্থাপন।

মুনতাসির মামুন।। করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ মানুষের মধ্যে মাস্ক, সাবান বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করেছেন যশোর সদর উপজেলার দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান ।

আজ মঙ্গলবার দুপুরে দেয়াড়ার বিভিন্ন স্থানে এসকল সামগ্রী বিতরণ করেন। এর আগে তিনি ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন বাজারে হাত জীবানুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার স্থাপন করেন।

চেয়ারম্যান আনিছ খানজাহান আলী ২৪/৭ নিউজকে বলেন করোনাভাইরাস আতঙ্কের কিছু নয় এটি পরিচ্ছন্নতার বিষয় এবং একটু সচেতনতাই করোনা ভাইরাস থেকে আমরা নিরাপদ থাকতে পারি।


বিশ লিটার পানির সাথে এক চামচ পরিমাণ ব্লিচিং পাউডার মিশিয়ে সকল ওয়ার্ডে স্প্রে করা হবে এবং যদি আর্থিক বা অন্য কোনো সহযোগিতা প্রয়োজন হয় ইউনিয়ন পরিষদ সার্বিক সহযোগিতা করবে এ ব্যাপারে ইউপি সদস্যদের সাহায্য কামনা করেছেন তিনি।

একই সাথে যারা প্রবাসে ছিলেন যারা এখনি দেশে ফিরেছেন তাদেরকে নিজ দায়িত্বে হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান। এবং সদ্য বিদেশ ফেরত ব্যক্তিদের সনাক্ত করতে বাড়ীতে লাল পতাকা উড়িয়ে দিয়েছেন চেয়ারম্যান।

একই সাথে বিদেশ ফেরত ব্যক্তি বা ব্যক্তির স্বজনদের কোয়ারান্টাইনের ব্যাপারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

জনস্বার্থে প্রচারিত

আরো সংবাদ