আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৬

দেয়াড়ায় শরিষা বীজ বিতরণ করলেন চেয়ারম্যান আনিছুর রহমান।

নিজেস্ব প্রতিবেদক :: আজ বৃহস্পতিবার যশোর সদর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৩০০ জন কৃষকের মাঝে ধারাবাহিক শরিষা বীজ বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আনিছুর রহমান।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান খান জাহান আলী 24/7 নিউজ কে বলেন, “ আমরা এই প্রথম ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিজ বিতরণের উদ্ভোধন করলাম, ইতিমধ্যে আমরা ১০০০ কৃষকের মাঝে ধানের বীজ বিতরণের বিষয়ে আলোচনা করেছি। এভাবেই প্রত্যেক মৌসুমে কৃষকেরা যাতে সঠিক সময়ে বীজ রোপন করতে পারে এর ব্যাবস্থা আমাদের ইউনিয়ন পরিষদ আগামী দিনেও করবে”

বিজ প্রাপ্ত একজন কৃষক বলেন , “ আমাদের চেয়ারম্যান আনিস এই ইউনিয়নের সপ্নদ্রষ্টা। তিনি কৃষিবান্ধব একজন মানুষ। সঠিক সময়ে শরিষার বীজ পেয়ে আমাদের উপকার হলো। এবছর আমাদের ইউনিয়নে শরিষার উৎপাদন ভালো হবে ইনশাআল্লাহ”

এ সময়  উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনছুর আলী, ইউপি সচিব আখতারুজ্জামান, প্যানেল চেয়ারম্যান সেলিম হোসেন, ০১ নং ওয়ার্ড  ইউপি সদস্য গোলাম মোস্তফা, ০২ নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনুস আলী,০৩ নং ওয়ার্ড ইউপি সদস্য নাসির উদ্দীন, ০৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল ওহাব, ০৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ইসমাইল হোসেন, ০৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আমিন উদ্দিন , ০৯ নং ইউপি সদস্য আব্দুল কাদের, ০১,০২ ও ০৩ নং ওয়ার্ড মহিলা আসনের ইউপি সদস্য মিলি খাতুন।

ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়ারুল হক জুয়েল, যুবলীগের সাবেক যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.বাবলুর রহমান ,স্বেচ্ছাসেবকলীগের অন্যতম নেতা বিল্লাল হোসেন,  ছাত্রলীগের আহবায়ক আরিফুল ইসলাম মানিক, ছাত্রলীগের মাহিন আরিফ, শাহ আলম, রাজা সহ প্রমুখ।

আরো সংবাদ