স্টাফ রিপোর্টার :: যশোর সদর উপজেলার ধর্মতলায় ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার শাহজাহান হোসেন, কমপ্যান্স ম্যানেজার মুনির আলী রেজা, এজেন্ট ব্যাংকিং এর সিনিয়র এসএম চঞ্চল কুমার ঘোষ,সেলস ম্যানেজার এসএম নুরুল ইসলাম,মাষ্টার এজেন্ট গাজী হাফিজুর রহমান,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও আরবপুর বাজার কমিটির সাধারন সম্পাদক সাইদুজ্জামান বাবু।
ধর্মতলা বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও ব্যাংকের এজেন্ট তাহিয়া ডিপার্টমেন্টাল ষ্টোরের সত্ত্বাধিকারী মোঃ মাসুদ হোসেন জুয়েলের তত্ত্বাবধায়নে আজ বৃহস্পতিবার ধর্মতলা মোড়ে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং এর এরিয়া ম্যানেজার শাহজাহান হোসেন ।এসময় স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহারুল ইসলাম বলেন, ব্যাংকিং সেবা বঞ্চিত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে আরো বেগবান করতে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর কার্যক্রম সহায়ক হবে। তিনি এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।