আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০১

নতুনহাটে ট্রাক -অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

যশোর-বেনাপোল সড়কের নতুনহাটে সড়ক দুর্ঘটনায় মামুন হোসেন মানিক (৪০) নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। তিনি শহরতলী মুড়লীর আব্দুল মজিদের ছেলে ও কুইন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক।

ছবি: নিহত মামুন হোসেন মানিক

মৃতের সহকর্মী রবিউল ইসলাম রিংকু জানান, শনিবার সন্ধ্যায় মানিক বেনাপোলে রোগী নামিয়ে বাড়ি ফিয়েছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ৬টায় নতুনহাট পৌঁছালে বিপরীতমুখি একটি ১০ চাকার ট্রাকের সাথে তার অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মানিক নিহত হন। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

জরুরি বিভাগের ডাক্তার অমিও দাস জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মানিকের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ