যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিক হোসেনকে আটক করেছে পুলিশ। ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করে। ১৭ ডিসেম্বর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটক রফিক হোসেন সদর উপজেলার ভগবতীপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, গত ১৮ নভেম্বর বিকেলে নরেন্দ্রপুরে বোমাবাজির ঘটনায় অ্যাডভোকেট আকরাম হোসেন বাদী হয়ে ২০ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। ওই মামলায় তাকে আটক দেখানো হয়েছে।