আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১২:৩১

নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় মোহিত-শাহারুল পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

নিজেস্ব প্রতিবেদক :: আসন্ন আগামী ১৬ নভেম্বর যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকে জয়ী চেয়ারম্যান সহ সকল তৃণ্যমূল নেতাকর্মী আগামী সম্মেলনে বাবু মোহিত কুমার নাথ কে সভাপতি এবং শাহারুল ইসলামকে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষনা করেছেন।

তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বিকাল থেকে যশোর সদর উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়ন এবং ১৫ নং বসুন্দিয়া ইউনিয়নে আলোচনা সভার আয়োজন করে নরেন্দ্রপুর ও বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।

এসময় নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাকির হোসেন এবং বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন যথাক্রমে নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস এবং বসুন্দিয়া আওয়ামীলীগের সভাপতি মাষ্টার জহিরুল ইসলাম।

আজকের আলোচনা অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথীর বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম আফজাল হোসেন।

বক্তব্যে আফজাল হোসেন বলেন, যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাননীয় প্রধাণমন্ত্রত্রী শেখ হাসিনার আস্থাভাজন জননেতা শাহীন চাকলাদারের ঘোষিত মোহিত-শাহারুল পরিষদ সবথেকে শ্রেষ্ট পরিষদ।মুজিব আদর্শের তৃণমূলের কর্মীদের পছন্দের দুজনই এর আগে আওয়ামীলীগের দুঃসময়ে সাধারণ মানুষের সাথে ছিলো।সদর উপজেলা আওয়ামীলীগের সঠিক নেতৃত্ব দিতে পারবে এমনই দুজনকে বেছে নিয়েছেন বঙ্গবন্ধুর আদর্শের তৃন্যমূলের নেতাকর্মীরা।”

বক্তব্যে মোহিত কুমার নাথ বলেন, তৃণমূলের মোহিত-শাহারুল পরিষদের উপর তৃন্যমূলের যে আস্থার প্রতিফলন দেখতে পাচ্ছি যে আস্থায় আমাদেরকে প্রার্থী নির্বাচন করা হয়েছে আমরা তৃন্যমূলের সাথে থেকেই আওয়ামীলীগ পরিবারকে এগিয়ে নিয়ে আস্থার প্রতিদান দিতে চায়”

এসময় সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ নরেন্দ্রপুর এবং বসুন্দিয়া ইউনিয়নকে আমি আমার নিজের ইউনিয়ন মনেকরি।এসব ইউনিয়ন আওয়ামীলীগের ত্যাগী নেতাকর্মীরাই আমার শক্তি। আমি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও আপনাদের সাথে আছি ছিলাম থাকবো আবার নির্বাচিত না হলেও আপনাদের সাথে আছি ছিলাম থাকবো।”   

আজকের আলোচনা অনুষ্ঠানে নরেন্দ্রপুর ইউনিয়নের উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সহ সভাপতি মশিয়ার রহমান, ডাক্তার কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: বোরহান উদ্দীন,প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, কৃষকলীগের সভাপতি ও ইউপি সদস্য ফসিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম হিমু, আব্দুল আলিম, আসাদ পারভেজ, মো:আবু সাঈদ, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন আলম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন সানি প্রমুখ।

আজকের আলোচনা অনুষ্ঠানে বসুন্দিয়া ইউনিয়নের উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সহ সভাপতি খন্দকার আজাহার, ওহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: হারুন শেখ, সদস্য রতন কুমার, শাহাদত হোসেন, সত্য রঞ্জন পাল, হাসানুজ্জামান,নজরুল ইসলাম,রেজাউর ইসলাম, আতিয়ার রহমান, ফারুক হোসেন প্রমুখ। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত