আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৩০

না ফেরার দেশে আ’লীগ নেতা জহিরুল- শাহীন, শাহারুলের শোক।

মুনতাসির মামুন।।  না ফেরার দেশে চলে গেলেন যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান প্রবীণ নেতা মাষ্টার জহিরুল ইসলাম।
বৃহস্পতিবার  সন্ধ্যা ৭ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এদিকে, মাষ্টার জহিরুল ইসলামের   মৃত্যুর খবরে যশোরের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন যশোরের রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
পৃথক শোক বার্তায় যশোর -৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী,  দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল, গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
মাষ্টার জহিরুল ইসলাম এক স্ত্রী ও তিন সন্তান সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।  তাঁর নামাজে জানাজা আগামি কাল শুক্রবার সকাল ১১ টায় বসুন্দিয়ার জঙ্গলবাদাল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আরো সংবাদ