আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:২১

নাগরিক টিভিতে ঈদের নাটকে মিম, থাকছেন একঝাঁক তারকা

নাগরিক টিভি এবারও আয়োজন করেছে বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালা। এবারের আয়োজনে দর্শকরা দেখবেন তারকা অভিনয়শিল্পীদের অভিনীত এক গুচ্ছ একক নাটক।

নাটকগুলোতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় তারকারা। তারমধ্যে বিশেষ একটি নাটকে দেখা যাবে লাক্স তারকা বিদ্যা সিনহা মিমকে।

এ অভিনেত্রী গেল কয়েক বছর ধরেই ছোটপর্দায় অমনযোগী৷ নিয়মিত তিনি সিনেমায়। তবে বিশেষ দিবসগুলোতে তাকে নাটক-টেলিছবিতে দেখা যায়৷ সে ধারাবাহিকতা বজায় রেখে আসছে রোজা ঈদে তিনি নাগরিক টিভিতে হাজির হবেন।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে মিম অভিনীত নাটক ‘দুষ্টু মিষ্টি প্রেম’। এতে মিমের বিপরীতে দেখা যাবে নাঈমকে। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান।

বিশেষ এ আয়োজনে থাকছে অপূর্ব-মেহজাবীন জুটির নাটক। দেখা যাবে তারকা দম্পতি শাওন-টয়া জুটিরও নাটক। আকর্ষণীয় গল্পের তারকাসমৃদ্ধ এ নাটকগুলো নাগরিকে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টায় প্রচার হবে।

এগুলোর মধ্যে ঈদের দিন প্রচার হবে বিশেষ নাটক ‘ভাই এক প্রেমিক মাস্তান’। অপুর্ব-মেহজাবিন অভিনীত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া।

ঈদের ২য় দিন প্রচার হবে নাটক ‘যে ছিল আমার’। এতে অভিনয় করেছেন তৌসিফ-সাফা কবির। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। ঈদের ৩য় দিন প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘খুনসুটি প্রেম’। এতে অভিনয় করেছেন টয়া-শাওন। আব্দুল্লা আল মুক্তাদিরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আনিস রহমান।

ঈদের ৪র্থ দিন প্রচার হবে নাটক ‘উইল ইউ ম্যারি মি। এতে অভিনয় করেছেন তৌসিফ-ফারিন। ঈদের ৫ম দিন প্রচার হবে বিশেষ নাটক ‘বিয়ে হবে কী’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ-তানজিন তিশা। ঈদের ৭ম দিন প্রচার হবে নাটক ‘পেইন গেস্ট’। এতে অভিনয় করেছেন তৌসিফ ও সারিকা।

আরো সংবাদ