আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৫৯

নারাঙ্গালীতে ১৫০টি পরিবারের মাঝে চেয়ারম্যান আনিছের যৌথ মানবিক সহায়তা।

মুনতাসির মামুন ।। সারাদেশে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সমাজের খেটে খাওয়া দিনমজুর ও হতদরিদ্র পরিবারের সদস্যরা খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। যশোরেও এর ব্যতিক্রম নয়।

এই হতদরিদ্র মানুষদের মধ্যে যৌথ উদ্দ্যোগে খাবার সামগ্রী বিতরণ করেছেন দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান । খোলা মাঠে অভিনব কায়দায় সামাজিক দূরত্ব বজায় রেখে ১৪৫ টি পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন তিনি।

আজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ ও নারাঙ্গালি গ্রামের বিত্তবানদের যৌথ সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খোলা মাঠে অভিনব কায়দায় সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে৷

আনিছুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য হলো অসহায় মানুষ গুলোর দুর্দিনে তাদের পাশে থাকা। এই কার্যক্রমই আমাদের শেষ না, ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চলতে থাকবে।

তিনি বলেন, আমি আশা করি সমাজের বিত্তবানেরা এই দুর্যোগের সময় অসহায় হতদরিদ্র পরিবার গুলোর পাশে দাঁড়াবেন।করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন অপ্রতিরোদ্ধ হয়ে উঠছে। বিশেষ করে এই রোগে বয়স্কদের ঝুঁকি বেশি তাই প্রত্যেক পরিবারকে সতর্ক থাকা বিশেষ করে বয়স্কদের শিশুদের আদলে ঘরে রাখার পরামর্শ দেন তিনি। একই সাথে বিপন্ন মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান আনিছুর রহমান।

আরো সংবাদ