আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:০৯

নাশকতা মামলায় আওয়ামীলীগের ২ কর্মী আটক।

যশোরে আওয়ামী লীগের আরো দুইকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে ৬ বছর আগে একাদশ নির্বাচনের দিনে মারামারির মামলায় এবং অপর একজনকে যশোরের কানাইতলা নামক স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সদর উপজেলার বাদিয়াটোলা গ্রামের বাজার থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আটক করা হয় ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেনকে (৪৫)। তিনি যশোর-চুকনগর সড়কের কানাইতলা রাস্তা অবরোধ করে নাশকতা সৃষ্টি মামলার আসামি। গত ২০ নভেম্বর অ্যাডভোকেট আকরাম হোসেন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৬০ জনের নামে মামলা করেন।
অন্যদিকে সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমির হামজার ছেলে আবুল কালামকে (৬০) আটক করা হয়। তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গুলি ও বোমা মেরে বিএনপি কর্মীদের আহত করেছিলেন বলে তার বিরুদ্ধে তদন্ত করে প্রমাণ পাওয়া গেছে। ওই ঘটনার পর গত ১৯ নভেম্বর অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল মাহমুদ ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ ৯৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এই মামলায় আবুল কালামকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ