আজ - সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:০৩

নাশকতার অভিযোগে আওয়ামীলীগের ২ জন আটক।

যশোরে নাশকতার অভিযোগে দুই আওয়ামী লীগের কর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজনকে একাদশ নির্বাচনের দিনে গোলযোগের মামলায় এবং অপর একজনকে কানাইতলায় নাশকতা সৃষ্টির অভিযোগে করা মামলায় আটক করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

কোতোয়ালি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, মণিরামপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত এজাহার আলী মোড়লের ছেলে জসীম মোড়লকে শনিবার মধ্যরাতে মণিরামপুরের বাদিয়াটোলা থেকে আটক করা হয়। তিনি কানাইতলা রাস্তা অবরোধ করে নাশকতা সৃষ্টির মামলার আসামি। গত ২০ নভেম্বর অ্যাডভোকেট আকরাম হোসেন নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদসহ ৬০ জনের নামে মামলা করেন।

অন্যদিক সদর উপজেলার হাটবিলা পশ্চিমপাড়ার মৃত মেজবাউল ইসলামের ছেলে সোহেব আক্তারকে শনিবার রাত ১০টার পর হাটবিলা বাজার থেকে আটক করা হয়। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোটকেন্দ্রে বোমা ও গুলি বর্ষণ করে বিএনপির কর্মীদের উপর হামলা চালায়। যা পুলিশের তদন্তে উঠে এসেছে।

আরো সংবাদ