আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৩৩

নাসিরনগরে ঝড়ে লন্ডভন্ড ২ শতাধিক বাড়ি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রবিবার রাত ও সোমবার সকালের ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। তবে ঝড়ে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সোমবার (১১ এপ্রিল) নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান।

ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মিয়া জানান, সকালে ভলাকুট, কঠুই, ও খাগালিয়া, বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এছাড়া ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়।

ইউএনও মেহেদী হাসান খান শাওন জানান, ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় শিলাবৃষ্টির কারণে পূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।

আরো সংবাদ