আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১১

নিজ বোমায় নিহত ঝিকরগাছার লিটন মেম্বার

বোমা বানা‌তে যে‌য়ে বোমা বি‌স্ফোর‌নেই মৃত্যু হ‌লো ঝিকরগাছার পাঁচ‌পোতা গ্রা‌মের আওয়ামীলীগ নেতা ওমর আলী হত্যা মামলার আসামী আ‌লো‌চিত লিটন মেম্বরের।

তিনি ঝিকরগাছা হাজীর বাগ ইউনিয়নের ইউপি সদস্য।

সোমবার দুপুর ১ টার দি‌কে পাঁচ‌পোতা গ্রা‌মের মৃত র‌ফিক মেম্ব‌রের বাড়ী‌তে একদল সন্ত্রাসী নি‌য়ে বোমা তৈ‌রি কর‌ছি‌লো লিটন মেম্বর। অসাবধানতায় নি‌জের তৈ‌রি বোমা বি‌স্ফো‌রিত হ‌য়ে গুরুতর জখম হ‌লে, গোপ‌নে তা‌কে প্রশাসন থে‌কে রক্ষায় লু‌কি‌য়ে চি‌কিৎসা চ‌লে।

সন্ধ্যার পর তা‌কে এম্বু‌লেন্স যো‌গে নি‌য়ে ঢাকার উ‌দ্যো‌শ্যে তার স্বজনরা রওনা হ‌লে রাত আড়াইটার দি‌কে লিটন মেম্ব‌রের মৃত্যু ঘ‌টে ব‌লে তার ঘ‌নিষ্টজনরা নি‌শ্চিত ক‌রে‌ছে।

দুপু‌রে বোমা বি‌স্ফো‌রিত হ‌য়ে লিটন আহত খবর পে‌য়ে থানা পু‌লিশ দিনভর আহত লিটন‌কে খুঁজ‌লেও তা‌কে কোথাও পায়‌নি। অব‌শে‌ষে প্রশাস‌নের হাত থে‌কে রাঘব বোয়াল‌দের ছত্রছায়ায় বাঁচ‌লেও প্রকৃ‌তির নির্মম বিচা‌রে রায় হ‌য়ে গেল আ‌লো‌চিত লিটন মেম্ব‌রের।

আরো সংবাদ