আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:১৪

নিয়ামতপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

নওগাঁর নিয়ামতপুরে আব্দুর রাকিব (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের ইউসুফ আলীর ছেলে আব্দুর রাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে , শুক্রবার রাতে সবার অগোচরে বাড়ী থেকে বের হয়ে ফসলের মাঠের মধ্যে নিমগাছের ডালের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় রাকিব। সকালে গ্রামের সাধারণ মানুষ কাজের জন্য মাঠে গিয়ে রাকিবের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পরিবারের সদস্যরা গিয়ে রাকিবের ঝুলন্ত লাশ দেখতে পান তারা।
এজাহার সূত্রে জানা গেছে, ৩-৪ মাস আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়। তাছাড়া সে নিয়মিত নেশাগ্রস্হ অবস্থায় থাকতো।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত