আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:২৯

নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ এক জেলে

 

মোংলায় নৌকা থেকে পশুর নদীতে পড়ে বশির শেখ (৩৮) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।বশির চিলা ইউনিয়নের জয়মনি এলাকার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ তৈয়ব আলি শেখের ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার পশুর নদীর এলাকায় এ ঘটনা ঘটে। রাতে নিহতের পরিবার ও জেলেরা খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি তার। বশির চরপাটা/চরজাল দিয়ে নদীতে মাছ ধরতেন। নিখোঁজ বশির মৌসুম ভিত্তিক নদীতে মাছ ধরে ও সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। বশিরের দুই ছেলে ও স্ত্রীর সংসারে এখন চলছে শোকের মাতম।

চিলা ইউনিয়নের চেয়ারম্যান গাজী আকবর হোসেন জানান, বশির পেশায় একজন জেলে। আনুমানিক রাত ১১ টায় পশুর নদীর ধানসিদ্ধ চরের ঐখানে মাছ ধরছিলো। বশির নৌকার পিছনের দিকে ছিলো আর একজনে জাল বাচ্ছিলো অন্য জন গলইতে ছিলো। বশিরের মৃগী রোগ ছিলো। মাঝে মাঝে রাস্তা ঘাটে ও হঠাৎ পড়ে যেতো। হঠাৎ করেই নদীতে বশির পড়ে গেলে সাথে সাথে বশিরের সাথে থাকা সহযোগী জেলেরাও লাফিয়ে পড়ে। কিন্ত ওরা আর বশিরকে খুজে পায়নি। রাতে ৪/৫ টি ট্রলার ছিলো, কোষ্টগার্ড ছিলো তারা গভীর রাত পর্যন্ত খোঁজা খুজি করেও বশিরকে পায়নি। সকালে আবারও তারা খোঁজাখুঁজি করতেছে। ওখানে বন বিভাগ ও কোষ্টগার্ডের সদস্যরা আছেন।

কোষ্টগার্ড পশ্চিম জোনের হাড়বাড়িয়া ষ্টেশন কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, আমরা এখনো তার সন্ধান পাইনি, এখনো তার সন্ধানে আছি, আমাদের সাথে আরো ৪/৫ টি বোট তার সন্ধানে কাজ করছে। যে অবস্থা বলতেছে কালকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকাটি ডুবেছে, সাড়ে ৬ টায় ডুবলে ভেসে উঠতে নরমাল ২/৩ দিন সময় লাগে। বশিরের সন্ধানে আমরা চেষ্টা চালাচ্ছি।

আরো সংবাদ