বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ নড়াইলে কবির হোসেন (৪৫) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে তাকে নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদে কালিয়া উপজেলার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।
আটক কবির হোসেন কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ছয়আনীপাড়া গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদে র্যাবের একটি দল মঙ্গলবার রাতে ছয়আনীপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী কবির হোসেনকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছ থেকে একটি ৭ দশমিক ৬২ এমএম পিস্তল ও ২৯ রাউন্ড গুলি এবং নাইন এমএম পিস্তলের ২৭ রাউন্ড গুলিসহ মোট ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘কবিরকে বুধবার বিকালে থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে খুলনাস্থ র্যাব-৬- এর লবণচোরা জোনের জেসিও মো. রাজু আহম্মেদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।’