আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৩৬

নড়াইলে মসজিদ কমিটিকে কেন্দ্র করে হামলায় একজন নিহত

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে প্রতিপকক্ষের হামলায় কামরুল শেখ (৪০) নামে এক মুদি দোকানী নিহত হয়েছেন। নিহত কামরুল পুরুলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন পাচজন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পুরুলিয়া গ্রামে মসজিদের কমিটি ও হিসাব নিকাশ এবং পূর্বের একটি হাঁস চুরির টাকা নিয়ে বিরোধের জের ধরে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরুলিয়া গ্রামের সাহাদত সর্দার ও কিসলু শেখের লোকজনের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল।

বৃহস্পতিবার সকালে সাহাদত সর্দার গ্রুপের লোকজন দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কিসলু শেখের লোকজনের উপর হামলা চালায়। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে কামরুল শেখ, সবুজ শেখ, জাকির শেখ, ইমরুল শেখ, মঞ্জুরুল ও ইসমাইল শেখ গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কামরুল শেখকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় জানান, লাশ ময়না তদন্তের নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।

আরো সংবাদ