প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে কচুয়া বাজার থেকে ভরতখালি যাচ্ছিলেন নূরে আলম ও রনি মিয়া। এ সময় কচুয়া বাজারের সিএনজি স্ট্যান্ডের কাছাকাছি পায়ে হেঁটে আবুল হোসেন নামের এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেল চালক ওই পথচারীকে বাঁচাতে গিয়ে উল্টো নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে ছিটকে রাস্তার পাশে পড়েন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী নূরে আলম ঘটনাস্থলেই মারা যান আর হাসপাতালে নেয়ার পর মারা যান রনি মিয়া। এছাড়া গুরুতর আহত পথচারী আবুল হোসেনকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আবুল হোসেনকে উদ্ধার করা হয়। এছাড়া নিহত দুইজনের মরদেহ শনাক্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পথচারী আবুল হোসেনকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এই হতাহতের ঘটনা ঘটে।